Thursday, December 5, 2013

thumbnail

আমার নগ্ন ভিডিও নিয়ে অপপ্রচার চালাচ্ছে: কন্ঠশিল্পী আখি আলমগীর

আমার নগ্নভিডিও নিয়ে অপপ্রচার চালাচ্ছে: কন্ঠশিল্পী : আখি আলমগীর 
জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর দাবি করে বলেন, আমার কোন নগ্ন ভিডিও নেই। কিছু মিডিয়া আমার নগ্ন ভিডিও নিয়ে অপপ্রচার চালাছে। তিনি বলেন, আমার জনপ্রিয়তাকে পুঁজি করেই তারা ফাঁয়দা লুটতে চাইছে। আমি এসবে পাত্তা দেই না। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ দাবি করেন তিনি।
1474459_442967772471407_736112944_n-375x250

আঁখি আলমগীর বলেন, ক’দিন ধরেই শুনছি এমন খবর হচ্ছে। তবে কেউ আমার সঙ্গে কথা না বলেই সংবাদ প্রকাশ করেছে। যা আইনত দণ্ডনীয়। এটা কি কোন কথা হলো। এমন একটি সংবাদ প্রকাশের আগে অবশ্যই আমার মতামত নেয়া দরকার ছিল। এ খবরের কোন প্রতিবাদ জানানো হয়েছে কিনা সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আঁখি বলেন, যে জিনিস মিথ্যে, ভিত্তিহীন তার আবার প্রতিবাদ কি?

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About