এবার প্লে ব্যাক গানে সোনাক্ষী
বিনোদন ডেস্ক: কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। এ কথাটা প্রমাণ করতে যেন উঠে পড়ে লেগেছে বলিউডের নায়িকারা। প্রথমে এই তালিকায় পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, তারপর একে একে শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট। এইবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন সোনাক্ষী সিনহা। নিজের আগামী ছবি ‘তেভার’ এ গান গাইলেন সোনাক্ষী সিনহা। ‘ এক ভিলেন’ খ্যাত গায়ক ইমরান খানের সঙ্গে গলা মিলিয়ে পুরোদমে ‘লেট’স সেলিব্রেট’ গানের প্লে ব্যাক করলেন ‘দাবাং’ নায়িকা।জানা গেছে সোনাক্ষীর নিজের ছবিতে গান গাওয়ার ইচ্ছা বহুদিন ধরে ছিল। পরিচালক অমিত শর্মার সাহায্যে সোনাক্ষী সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
সিনেমার শ্যুটিং এর সময় অমিত নাকি সোনাক্ষীর এই ইচ্ছার কথা জানতে পেরে তাঁকে দিয়ে প্লে ব্যাক করানোর সিদ্ধান্ত নেন। এখন বলিউডে প্রায় বেশিরভাগ অভিনেত্রী নিজেদের ছবিতে একটি করে গান গাইছেন এবং গানগুলি দর্শকরা খুবই ভালভাবে গ্রহণ করছেন। ‘এক ভিলেন’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের ‘তেরি গলিয়া’, ‘হাইওয়ে’এবং ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় আলিয়ার গলায় ‘সুহা সাহা’ ও ‘ম্যা তেনু সামঝাওয়া কি’দর্শকদের কাছে খুব প্রশংসিত হয়েছে। তবে এই দৌড়ে পিছিয়ে নেই বলিউডের নায়করাও। অক্ষয় কুমার ‘স্পেশাল ছাব্বিশ’ সিনেমায় প্লে ব্যাক করেছিলেন প্রথম এবং এবার ‘এন্টারটেইনমেন্ট’ সিনেমায় একটি পুরো গান গেয়েছেন। তবে, অক্ষয় একা নন এই লিস্টে নাম দিয়েই ২০০ কোটির ব্যবসা করে ফেলেছেন সলমন খান। ‘কিক’ সিনেমার তাঁর গাওয়া ‘হ্যাংওভার’ গানটি খুবই জনপ্রিয় হয়েছে দর্শকদের কাছে। এখন দেখার বিষয় সোনাক্ষীর গান কতটা পছন্দ হয় তাঁর ভক্তদের। ‘তেভার’ ছবিতে সোনাক্ষীর বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। বনি ও সঞ্জয় কাপুরের প্রযোজনায় এই সিনেমাটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments