গান-প্রমোতেই বাজিমাত
সাজিদ খানের ‘হামসকলস’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বলিউড অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন তামান্না ভাটিয়া। এ ছবিতে ভাল অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সও দেখিয়েছেন তিনি। তন্বি চেহারা, গ্ল্যামার, অভিনয়, শারীরিক সৌন্দর্য-সব মিলিয়ে ছবিটির মাধ্যমে বেশ ভাল সম্ভাবনার আলোও জ্বেলেছেন তিনি। যদিও এর আগে একাধিক তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনি। এদিকে ‘হামসকলস’-এর পর এবার আরও একটি ছবির মাধ্যমে দারুণভাবে আলোচনায় এলেন তামান্না। ছবির নাম ‘এন্টারটেইনমেন্ট’। পরিচালনা করেছেন সাজিদ-ফরহাদ জুটি। এখানে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন তামান্না। ছবিটির গান ও প্রমো প্রচারিত হয়ে এরই মধ্যে বাজিমাত করে ফেলেছেন তিনি। সে সুবাদে দর্শকদের আগ্রহ ও কৌতূহলে পরিণত হয়েছেন। এ ছবিতেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন তামান্না। অক্ষয় কুমারের মতো বড় অভিনেতার বিপরীতে বেশ সাবলীল ভঙ্গিতেই কাজ করেছেন তিনি। তামান্নার এমন পারফরমেন্সে দারুণ খুশি পরিচালক-প্রযোজক এবং খোদ অক্ষয়ও। ছবির প্রচারণায়ও অক্ষয় তামান্নার ভূয়সী প্রশংসা করেছেন।
‘এন্টারটেইনমেন্ট’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে পর্দায় আসতে যাচ্ছেন তামান্না। বিকিনি, সুইমস্যুটসহ একাধিক খোলামেলা পোশাকে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন। পাশাপাশি বেশ কিছু দৃশ্যে অক্ষয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। সব মিলিয়ে ছবিটির মাধ্যমে বর্তমানে তুমুল আলোচনায় রয়েছেন তামান্না ভাটিয়া। ছবিটি নিয়ে দারুণ আশাবাদীও তিনি। এ বিষয়ে তামান্না বলেন, আমি এখন পর্যন্ত যে ক’টি ছবিতে অভিনয় করেছি, সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি ‘এন্টারটেইনমেন্ট’-এর। ছবিটি কাহিনী অনেক মজার। পুরো ছবিতে দুর্দান্ত কমেডি-রোমান্স-অ্যাকশন দেখতে পাবেন দর্শক। এখানে কাজ করতে গিয়ে অক্ষয় কুমারের অনেক সহায়তা পেয়েছি। অনেক কিছু শেখা হয়েছে তার কাছে। তার সঙ্গে কিছু রোমান্টিক দৃশ্যও রয়েছে। ছবিতে সব মিলিয়ে সুপারহট তামান্নাকেই আবিষ্কার করা যাবে। আশা করছি ভাল লাগবে সবার।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments