বিছানার বেশ কিছু দৃশ্যেও দেখা যাবে অনুশকাকে
আনুশকা শর্মার কোন ছবি মুক্তি না পেলেও শেষের দিকে এসে একাধিক নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন তিনি। এসব ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছর। কমপক্ষে চারটি বড় বাজেটের ছবিতে আগামী বছর দাপটের সঙ্গে ফিরছেন এ অভিনেত্রী। এর মধ্যে একাধিক অভিনেতার বিপরীতে তাকে দেখা যাবে। বছরের শেষের দিকে এসে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। সর্বশেষ ‘জাব তাক হে জান’ ছবিতে শাহরুখে বিপরীতে কাজ করেছিলেন আনুশকা। এদিকে নতুন ছবিতে শাহরুখের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করছেন তিনি।ছবিটিতে বিছানার বেশ কিছু দৃশ্যেও দেখা যাবে অনুশকাকে।ছবিটি নিয়ে বেশ আনন্দিত ও উত্তেজিত তিনি। এ বিষয়ে আনুশকা বলেন, শাহরুখ আমার অলটাইম ফেভারেট হিরো।তার সঙ্গে তৃতীয়বারের মতো কাজ করতে যাচ্ছি। তাই অনেক ভাল লাগছে। এখানে আবেদনময়ী আনুশকাকে আবিষ্কার করতে পারবেন সবাই। তবে উপস্থাপনাটা হবে অন্যরকম।ছবির কাজ অনেক উপভোগ করছি এখন। আশা করছি দর্শকদের ভাল লাগবে।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments