Wednesday, August 6, 2014

thumbnail

ফের দেড় যুগ পরে ক্লিনটনের নয়া স্ক্যান্ডালে তোলপাড় !

ফের দেড় যুগ পরে ক্লিনটনের নয়া স্ক্যান্ডালে তোলপাড় !

নব্বই দশকের শেষ ভাগে আমেরিকায় চলছিল প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসন। সে সময় এক প্রণয়োপাখ্যান এমন আলোড়ন তোলে যে তার তোড়ে হোয়াইট হাউসের ‘হোয়াইট ওয়াশ’ হওয়ার জোগাড়! কাহিনীর নায়িকা হোয়াইট হাউসের ২২ বছরের ইন্টার্ন মনিকা লিউনস্কি। নায়ক স্বয়ং ক্লিনটন। সেই চটকদার পরকীয়ার রেশ এখনো, এই দেড় যুগ পরেও অটুট!
সম্প্রতি হলিউড অভিনেতা টম সিজেমো আরেক বোমা ফাটিয়ে হুলস্থুল বাঁধিয়ে দেন। তাঁর দাবি, কেবল মনিকাই নয়, অভিনেত্রী এলিজাবেথ হার্লির প্রেমেও মজেছিলেন ক্লিনটন। এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে রাডার অনলাইন। তাতে দেখা যায়, সিজেমোর তাঁর বন্ধুদের বলছেন, ১৯৯৮ সালে তিনিই প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে হার্লির পরিচয় করিয়ে দেন।
ঘটনার দিন হোয়াইট হাউসে ‘সেভিং প্রাইভেট রায়ান’ চলচ্চিত্রের প্রদর্শনী ছিল। সাড়া জাগানো ওই চলচ্চিত্রে অভিনয় করেছেন সিজেমোরও। সিজেমোরের ভাষ্য- প্রদর্শনীর একপর্যায়ে ক্লিনটন তাঁকে একান্তে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন হার্লির সঙ্গে তাঁর এখনো সম্পর্ক আছে কি না। ‘নেই’ বলে তিনি নিশ্চিত করা মাত্রই ক্লিনটন তাঁর কাছে হার্লির ফোন নম্বর চেয়ে নেন।
15_113555
ভিডিওতে সিজেমোর বলেন, পরে হার্লিকে টেলিফোন করে ক্লিনটন বলেন, ‘এলিজাবেথ, আমি তোমার প্রেসিডেন্ট! আমি তোমাকে আনতে একটি বিমান পাঠিয়ে দিচ্ছি।’ কথা অনুসারে লস অ্যাঞ্জেলেস থেকে হার্লিকে ওয়াশিংটনে আনতে একটি ব্যক্তিগত বিমানও পাঠান ক্লিনটন। সে যাত্রায় হার্লি চার দিন ওয়াশিংটনে ছিলেন। সিজেমোরের কথায় ক্লিনটন-হার্লির সম্পর্কের বয়স ছিল কমবেশি এক বছর।
অবশ্য এই গনগনে গল্পের আঁচ ছড়াতে না ছড়াতেই তাতে পানি ঢেলে দেন সিজেমোর নিজেই! ২৪ ঘণ্টা না পেরোতেই তিনি জানান, যা বলেছেন সবই মনগড়া।

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About