Tuesday, August 5, 2014

thumbnail

নাইট ক্লাবের ডান্সার ছিলেন লেডি গাগা

নাইট ক্লাবের ডান্সার ছিলেন লেডি গাগা


অদ্ভূত চুলের রঙ আর পোশাকের জন্য বিখ্যাত হলিউডের পপস্টার লেডি গাগা৷ বরাবরই একটু বোল্ড ধরনের অবতারেই দেখা যায় তাকে৷ কিন্তু লাস ভেগাসের একটি শোতে গাগার একটু অন্য ধরনের রূপই দেখা গেল৷ মঞ্চে হঠাৎ গাগা ভিজে চোখ দেখা গেল৷ এদিন নিজের সমস্ত অনুরাগীদের অকুন্ঠ ধন্যবাদ দিলেন তিনি৷ এমনকি প্রকাশ্যে জানালেন অতীতে তিনি নাইটক্লাবের ডান্সার ছিলেন৷


লাস ভেগাসের শোতে এসে ভক্তদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখেন গাগা৷ তিনি বলেন, ‘আমি আমার সমস্ত ভক্তদের ধন্যবাদ দিতে চাই আমাকে উৎসাহিত করার জন্য আমাকে আমার মত তৈরি করার জন্য৷ যখন ১৮ বছর ছিল তখন আমি গো-গো ডান্স করতাম৷ আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই কারণ সকলে আমেরিকার নিউ ইয়র্কের সেই ছোট মেয়েটার স্বপ্নকে বিশ্বাস করেছিল’৷










Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About