Thursday, December 5, 2013

thumbnail

কন্যাসন্তানের মা হলেন মডেল নাসরিন

কন্যাসন্তানের মা হলেন মডেল নাসরিন

চলচ্চিত্রাভিনেত্রী নাসরিন কন্যাসন্তানের মা হলেন। বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে ডা. সামসাদ জাহান শেলীর তত্ত্বাবধানে তার এক কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের আগেই তার নাম রাখা হয় আফরিন। মা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে নাসরিন বলেন, এখন আমার জীবনটাকে অনেক পরিপূর্ণ আর সফল মনে হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের একটি সুস্থ কন্যাসন্তান দিয়েছেন। আমাদের 

সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই যেন সে সুস্থভাবে এ পৃথিবীর বুকে বেঁচে থাকে ও মানুষের মতো মানুষ হতে পারে। হাসপাতাল থেকে দু-একদিনের মধ্যেই নাসরিন বাসায় ফিরবেন। উল্লেখ্য, ২০১২ সালের ১৮ই মে নাসরিন ভালবেসে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান রিয়েলকে। আফরিন নাসরিন-রিয়েল দম্পতির প্রথম সন্তান। এদিকে নাসরিন সর্বশেষ অভিনয় করেন মালেক আফসারী পরিচালিত ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিতে। ছবিটি গত ঈদে মুক্তি পায়।



Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About