দাম্পত্য জীবনে অনেক বেশি সুখি হতে যা কিছু অপরিহার্য
লাইফ স্টাইল ডেস্ক : আপনি কি নিজের স্ত্রীকে বাড়ির কাজে সাহায্য করেন? যদি না করে থাকেন তাহলে সুখী এবং আনন্দঘন দাম্পত্য জীবনের জন্য ঘরের কাজে সাহায্য করুন স্ত্রীকে। বাড়ির কাজ স্বামী- স্ত্রী একসঙ্গে করলে দুজনের যৌন সম্পর্ক অনেক বেশি সুখকর হয় বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা যায়। কাউন্সিল অব কনটেম্পোরারি ফ্যামিলির প্রধান প্রফেসর শ্যারন স্যাসলার তার দীর্ঘ গবেষণার পর এই সিদ্ধান্তে এসেছেন।
শ্যারনের মতে, দশজন দম্পতির মধ্যে তিনজন নিজেদের বাড়ির কাজ ভাগ করে নিয়ে করেন। সমীক্ষার মাধ্যমে জানা যায় যে তাদের দাম্পত্য জীবন বাকিদের থেকে অনেক বেশি সুখের।
গবেষণায় যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো হল স্বামীরা যদি স্ত্রীদের বাড়ির কাজে সাহায্য করে তাহলে মহিলারা যৌনমিলন সম্পর্কে অনেক বেশি আগ্রহী থাকে। কিন্তু প্রতিদিনের বাড়ির কাজ একা হাতে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে যান মহিলারা । তাই স্বাভাবিকভাবেই রাতে যৌনমিলনে অনীহা প্রকাশ করেন তারা।
বেশ কয়েক বছর আগে একটি সমীক্ষা এবং গবেষণার মাধ্যমে জানা গিয়েছিল, গৃহকর্মে যে দম্পতিরা ব্যস্ত থাকেন তাদের মধ্যে যৌনচাহিদা কমে যায়। কিন্তু এই প্রসঙ্গে প্রফেসর শ্যারন বলেন, ‘ আগের গবেষণাটি মূলত ১৯৮০ সালের জীবনযাত্রার উপর নির্ভর করে করা হয়েছিল। তাই ওই ধরনের ফলাফল বেরিয়েছিল।’
কিন্তু এখন জীবনযাত্রা পাল্টে গেছে। স্বামী স্ত্রী দুজনেই কর্মরত সেখানে কাজ ভাগ করে নিলে ক্লান্তিও বেশি হয় না। ফলে একে অপরের প্রতি টান থাকে যার ফলে যৌনমিলনের ইচ্ছা বেঁচে থাকে। তাই আজকের যুগের নতুন স্বামীরা স্ত্রীর সঙ্গে বেশি বেশি পেতে হলে তাদের ঘরের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিন ।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments