রেস্টুরেন্টের ছাদে দৈহিক মিলন করেতে গিয়ে ধরা খেয়ে শ্রীঘরে ‘জুটি’
রেস্টুরেন্টের ছাদে দৈহিক মিলন করেতে গিয়ে ধরা পড়েছেন এক জুটি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেক্সিকান একটি রেস্টুরেন্ট এ ঘটনা ঘটে।
ওই জুটির পুরুষের বয়স ৩৮ নারীর বয়স ২৭। রেস্টুরেন্ট ছাদে তাদের এ কা- দেখে কর্তৃপক্ষ ওই জুটিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে নয়টার পর ওই জুটি রেস্টুরেন্টের ছাদে ওঠে দৈহিক সম্পর্কে মিলিত হয়। সাধারণত ওই রেস্টুরেন্ট বন্ধ হয় রাত ১০টায়।
ওই জুটি এমনভাবে মিলনে লিপ্ত হন, যার শব্দ নিচে রেস্টুরেন্টের খদ্দেরদের কানে পৌঁছে যায়।
স্থানীয়রাও দূর থেকে ওই জুটিকে রেস্টুরেন্টের ছাদে দৈহিক মিলনে লিপ্ত হতে দেখেছেন বলে জানিয়েছেন।
ওই জুটি মিলনরত অবস্থায় রেস্টুরেন্টের ব্যবস্থাপক তাদেকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত পুলিশ এনে ওই জুটির দৈহিক মিলন থামান এবং তাদের থানায় নিয়ে যায়।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments