অশ্লীল পরিচালকের পর্দা ফাঁস করলেন ‘ববি’ [ভিডিওসহ]

এবারের ঈদে ববির মুক্তি প্রতিক্ষীত দু’টি ছবি ‘হিরো দ্য সুপারস্টার এবং আই ডোন্ট কেয়ার’। শুরুতে তেমন আলোচনায় না থাকলেও মুক্তির কিছুদিন পূর্বে ববির অশ্লীল পোস্টারের জন্য ‘আই ডোন্ট কেয়ার’ ছবিটি সমালোচনার ঝড় তুলেছে।
যার পিছনে মূলত দায়ী ছবিটির পরিচালক মোহাম্মদ হোসেন এমনটি দাবি ববির।
ছবিটিতে পরিচালক অশ্লীল ছবি ব্যবহার করেন ফটোশপ করে। যা আদৌ ববি জানতেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ববির এমন স্বীকারোক্তি থেকে তথ্যটি জানতে পারে।
ভিডিওটিতে ববি বলেন, তিনি এই বিষয়টি নিয়ে মোটেও খুশি নন। এমনকি ‘আই ডোন্ট কেয়ার’ এর পরিচালক ‘মোহাম্মদ হোসেন’ এর সাথে যোগাযোগ করেও এ ব্যাপারটি অভিহিত করেও সমাধান মিলেনি। তার অনিচ্ছায় সম্পূর্ণ কাজটি করা হয়েছে।
আরো জানা যায়, ব্যাংককের বিচে একটি আপত্তিকর দৃশ্য ধারণ করতে চাইলে সে সময় ববি অনীহা প্রকাশ করা সত্বেও পরিচালক তাকে বাধ্য করার চেষ্টা করেন। এমনকি অশ্লীল পরিচালক হোসেন ‘ববি’ কে হুমকিও দেন যে এই শুটটি না দিলে তাঁর নামে পাঁচ কোটি টাকার মামলা করবেন।
এছাড়া ববির অপ্রস্তুত অবস্থায় কিছু দৃশ্য ধারণ করা হয় যা ববি পরবর্তীতে দেখে অবাক হন। ভিডিও বার্তার শেষ দিকে তিনি এই ছবিটি না দেখার দিকে দর্শকদের ইঙ্গিত দিলেন কি? -
- See more at: http://www.moralnews24.com/?p=5847#sthash.t18623Un.dpufSubscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments