সব সময় পরিপাটি থাকা একজন অভিনেতা হিসেবে দারুণ সুনাম রয়েছে দেব আনন্দের। তাকে বলা হয়ে থাকে ‘চিরসবুজ এক রোমান্টিক তারকা’। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি তিনি। পেয়েছেন ভারত সরকারের ‘পদ্মভূষণ’ খেতাব। এছাড়াও তাকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার দেয়া হয়। এসবের পাশাপাশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আইফাসহ ভারতের বড় বড় সম্মাননা তার ঘরের শেলফে থরে থরে সাজানো। শুধু মানুষটিই এখন আর নেই। ২০১১ সালের ৩রা ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন তিনি। কিংবদন্তি এ অভিনেতা ‘হাম এক হ্যায়’ ছবির মাধ্যমে ১৯৪৬ সালে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৪৭ সালে ‘জিদ্দি’ ছবি মুক্তিলাভের পর তিনি সুপারস্টার খ্যাতি অর্জন করেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৬৫ বছরের অভিনয় জীবনে তার প্রাপ্তি ছিল অনেক। একাধারে তিনি ছিলেন একজন আদর্শ অভিনেতা, সফল পরিচালক ও দক্ষ প্রযোজক। অভিনেতা হিসেবে তার ঝুলিতে জমা রয়েছে শতাধিক ছবি। জীবনের শেষ দিন পর্যন্ত বার্ধক্য তাকে স্পর্শ করতে পারেনি। দেব আনন্দ তার ‘গাইড’, ‘হাম দোনো’, ‘তেরে ঘার কে সামনে’, ‘গ্যাম্বলার’ এবং ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবি দিয়ে অসংখ্য পুরস্কারসহ কোটি কোটি ভক্তের হৃদয় জিতে নেন।
তাকে সর্বশেষ রুপালি পর্দায় দেখা যায় ২০১১ সালের অক্টোবরে মুক্তি পাওয়া তার পরিচালিত ও প্রযোজিত শেষ ছবি ‘চার্জশিট’-এ। ১৯২৩ সালের ২৬শে সেপ্টেম্বর তৎকালীন গুরুদাসপুরে (বর্তমান পাকিস্তানের নারোওয়াল জেলায়) জন্মগ্রহণ করেন দেব আনন্দ। তার বাবা পিশোরি লাল আনন্দ অবিভক্ত ভারতের এক স্বনামধন্য আইনজীবী ছিলেন। দেব আনন্দ ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। তারা ছিলেন তিন ভাই ও এক বোন। দেবের বড় ভাই চেতন আনন্দ এবং ছোট ভাই বিজয় আনন্দও হিন্দি চলচ্চিত্র জগতের চেনামুখ ছিলেন। তাদের বোন শীলা কান্তা কাপুরেরও বিয়ে হয় একটি চলচ্চিত্রপ্রেমী পরিবারে। দেব আনন্দের বোনের ছেলে অর্থাৎ তার ভাগ্নে শেখর কাপুরও ভারতের চলচ্চিত্র জগতের পরিচিত নাম। তবে এ পরিবারের সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে দেব আনন্দই এগিয়ে। শুধু পরিবারেই নয় বলিউড ইতিহাসেও তিনি চিরভাস্বর এবং আধুনিক চলচ্চিত্রের অগ্রদূত বলে বিবেচিত। তার চলে যাওয়া শুধু বলিউডেই না, নিঃসন্দেহে পুরো উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশাল একটা শূন্যতা সৃষ্টি করেছে। দেব আনন্দ অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবির মধ্যে রয়েছে- জিদ্দি, গাইড, হাম দোনো, তেরে ঘর কি সামনে, গ্যাম্বলার, বোম্বাইকা বাবু, কালা বাজার, প্রেম পূজারি, তিন দেবী, জনি মেরা নাম, জুয়েল থিফ, হরে রাম হরে কৃষ্ণ ও সোলবাসাল।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments