Monday, August 4, 2014

thumbnail

গোবিন্দ-কন্যার অভিনয় জগতে অভিষেক

গোবিন্দ-কন্যার অভিনয় জগতে অভিষেক

বিনোদন : অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল গোবিন্দর পথ ধরে বলিউডে আসছেন তার মেয়ে নর্মদা আহুজা। কিন্তু তাকে পর্দায় দেখার প্রতীক্ষা ক্রমেই বেড়েছে। অবশেষে সবার অপেক্ষার অবসান হচ্ছে।
গোবিন্দ-কন্যার অভিনয় জগতে অভিষেক
সম্প্রতি একটি পাঞ্জাবি ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।নর্মদা তার প্রথম সিনেমায় পাঞ্জাবি অভিনেতা গিপ্পি গারেওয়ালের বিপরীতে অভিনয় করবেন। গিপ্পি গারেওয়াল পাঞ্জাবি সিনেমার বেশ জনপ্রিয় একজন অভিনেতা। স্মীপ কাংগের পরিচালনায় সিনেমাটি হচ্ছে রোমান্টিক কমেডি ধাচের।
নর্মদা লন্ডনে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোনা করেছেন। পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের পর এখন নর্মদা খাস বলিউডের সিনেমায় এন্ট্রি নেওয়ার জন্য খুবই ব্যস্ত

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About