‘মেরি কমে’র জন্য নেড়া হয়েছেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
....................
এই বছরের সবথেকে আলোচিত আসন্ন সিনেমা ‘মেরি কম’ এর জন্য একদম অন্য একটি লুক নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পোস্টার মুক্তি পাওয়ার পরেই গ্ল্যামারাস নায়িকার অন্য ধরণের লুক দেখতে পেয়েছেন সবাই। কিন্তু এই সিনেমার কয়েকটি বিশেষ দৃশ্যের জন্য নেড়া হয়েছেন পিগি চপসি এই তথ্য অনেকেরই অজানা। অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী বক্সার এম সি মেরি কমের জীবনী এই সিনেমার মুখ্য বিষয়।
সিনেমাটি যাতে বাস্তবোচিত তার জন্য অন্য একটি লুক আনতে হয়েছে প্রিয়াঙ্কাকে। মেরি কমকে তার নিজের জীবনে একটি ঘটনার জন্য নেড়া হতে হয়েছিল। তাই সেই বিষয়টি সঠিকভাবে পর্দায় ফুটে উঠতে পারে তার জন্য প্রিয়াঙ্কা নেড়া হয়েছিলেন।
প্রিয়াঙ্কা জানান, ‘আমি এই লুক নিয়ে খুব উত্তেজত। মেরির জীবনীকে সঠিকভাবে প্রদর্শন করা আমার কর্তব্য, তাই তার জন্য যতটা কাজ করা সম্ভব আমি করেছি।’ এই সিনেমাটির জন্য জীবনে প্রথম নেড়া হয়েছেন ৩২ বছরের এই গ্ল্যামারাস নায়িকা। এই সিনেমাটি নিয়ে নায়িকা থেকে প্রযোজক সবার খুব আশা আছে। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে উমঙ্গ কুমার পরিচালিত সঞ্জয় লীলা বানসালীর প্রযোজনায় ছবি ‘মেরি কম’।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments