শ্বশুরের প্রশংসায় পঞ্চমুখ পুত্রবধূ কারিনা
বিনোদন: সাবেক ভারতীয় ক্রিটেক দলের অধিনায়ক ও প্রয়াত নবাব মনসুর আলী খান পাতৌদির প্রশংসায় পঞ্চমুখ তার পুত্রবধূ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা তার শ্বশুর সম্পর্কে নিজের অনুভুতি প্রকাশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, শ্বশুর মনসুর আলী খান পাতৌদিকে বরাবরই ভীষণ শ্রদ্ধা করতেন তিনি। শ্বশুরমশাইও তাকে খুব ভালোবাসতেন। তাই শ্বশুরকে চিরস্মরণীয় করে রাখতে তার জীবনী নিয়ে একটি ছবি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এই ছবিতে পাতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর ও পুত্র সাইফ আলী খানও সরাসরি যুক্ত থাকবেন।
কারিনা বলেন, ‘আমি ওনাকে (পাতৌদি) শেষের তিন বছর দেখেছি। শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তিনি। কথাও খুব কম বলতেন।’ কারিনা আরো বলেন, ‘উনি কখনোই আমাকে সরাসরি ততটা স্নেহ-ভালোবাসা প্রদর্শন করেননি। কিন্তু দু-একটি ভঙ্গিমাতেই বুঝিয়ে দিতেন উনি সদা-সর্বদার জন্য আমার পাশে আছেন। আমরা সবাই একবার পাতৌদি শহরে গিয়েছিলাম। মনে খুব আনন্দ ছিল। সেদিন উনি ওনার হাত আমার কাঁধে রেখেছিলেন। ব্যস এটুকুই। অথচ বুঝে নিতে কষ্ট হলো না যে, তিনি আমাকে কতখানি স্নেহের বন্ধনে জড়িয়ে নিলেন। ওই মুহূর্তটি কোনো দিন আমি ভুলতে পারব না।’ ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী আরো জানান, পাতৌদি তার খুব বেশি ছবি দেখেননি। তবে ‘ওঙ্কারা’ ছবি দেখে তার অভিনয়ের খুব প্রশংসা করেছিলেন।
একদিকে পাতৌদির নবাব, অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক, জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম ও পরিণয়; সব মিলিয়ে পাতৌদির জীবনটা নানা রঙে রাঙানো, যা সেলুলয়েডে খুবই আকর্ষণীয় হতে পারে বলে মনে করেন কারিনা। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘উনি চলে যাওয়ার পর দেশি-বিদেশি বিভিন্ন কাগজে ওনাকে নিয়ে চমৎকার সব আর্টিকেল প্রকাশ করেছিল। মানুষ যে ওনাকে যোগ্য সম্মান দিয়েছেন; তাতে আমি খুব খুশি।’
সাইফ-অমৃতার সন্তান সারা চলচ্চিত্রে নামতে চলেছে বলে যে খবর রটেছে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে কারিনা বলেন, ‘আপাতত সারার অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই। ও এখন নিউইয়র্কে রয়েছে। ও পড়াশোনায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে চায়।’ কারিনার নতুন ছবি ‘সিংঘাম রিটার্নস’ খুব শিগগিরই মুক্তি পাবে। রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে তিনি অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments