সানির গোলাপি ঠোঁটের ঝড় (ভিডিওসহ)
এন্টারটেইনমেন্ট::সাবেক আলোচিত পর্নোতারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন পারফর্ম করেছেন ‘পিংক লিপস’ শিরোনামের আইটেম গানে। সানির যেসব ভক্তরা ‘লায়লা’ ও ‘বেবিডল’ দেখে পরিতৃপ্ত তাদের জন্যই সানির এই কাণ্ড কিনা কে জানে। তবে নতুন অবতারে গোলাপি ঠোঁটের জাদুতে সানিভক্তরা
ঘায়েল হবেন এটা নিশ্চিত। এরই মধ্যে ‘পিংক লিপস’কে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে। আর সেখানে ইউজারের ক্লিক প্রমাণ দিচ্ছে আবার সবাই মেতে উঠছেন সানিঝড়ে।
শুধু তাই নয়, ‘হেইট স্টোরি-টু’য়ের ট্রেইলারেও গানটিকে গুরুত্বের সঙ্গে দেখানো হচ্ছে। গানটিতে গোলাপি ঠোঁটে সানিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, মনে হতেই পারে এবার সানির প্রেমিকসংখ্যা বেড়ে দ্বিগুণ ছাড়াবে। তার রগরগে ড্যান্স হরণ করবে নিযুত হৃদয়।
ছবিটির পরিচালক বিশাল পান্ডে সম্প্রতি পিংক লিপস নিয়ে মন্তব্য করে বলেন, ‘সানি লিওনের জন্য এটা একটি বিশেষ আইটেম গান। গানটির মূল ফোকাস গোলাপি ঠোঁট। অসাধারণ ও চমৎকার একটি ড্যান্স নাম্বার এটি, আমার মনে হয় সানি সত্যিকারার্থেই ‘হেইট স্টোরি টু’কে বড় একটি জায়গা করে দিতে সাহায্য করবে।’
‘পিংক লিপস’ গানটি তৈরি করেছেন মিত ব্রস, যে এর আগে সানির অপর হিট বেবিডল বানিয়েছিলেন রাগিনী ‘এসএমএস-টু’য়ের জন্য। গানটি থাকছে ইরোটিক থ্রিলার ‘হেইট স্টোরি টু’-তে। এই ছবিতে এরইমধ্যে চোখের বদৌলতে দর্শকদের ঘায়েল করতে হাজির হয়েছেন সুরভিন চাওলা। তিনি ছবিটির প্রধান চরিত্র।
শুধু তাই নয়, ‘হেইট স্টোরি-টু’য়ের ট্রেইলারেও গানটিকে গুরুত্বের সঙ্গে দেখানো হচ্ছে। গানটিতে গোলাপি ঠোঁটে সানিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, মনে হতেই পারে এবার সানির প্রেমিকসংখ্যা বেড়ে দ্বিগুণ ছাড়াবে। তার রগরগে ড্যান্স হরণ করবে নিযুত হৃদয়।
ছবিটির পরিচালক বিশাল পান্ডে সম্প্রতি পিংক লিপস নিয়ে মন্তব্য করে বলেন, ‘সানি লিওনের জন্য এটা একটি বিশেষ আইটেম গান। গানটির মূল ফোকাস গোলাপি ঠোঁট। অসাধারণ ও চমৎকার একটি ড্যান্স নাম্বার এটি, আমার মনে হয় সানি সত্যিকারার্থেই ‘হেইট স্টোরি টু’কে বড় একটি জায়গা করে দিতে সাহায্য করবে।’
‘পিংক লিপস’ গানটি তৈরি করেছেন মিত ব্রস, যে এর আগে সানির অপর হিট বেবিডল বানিয়েছিলেন রাগিনী ‘এসএমএস-টু’য়ের জন্য। গানটি থাকছে ইরোটিক থ্রিলার ‘হেইট স্টোরি টু’-তে। এই ছবিতে এরইমধ্যে চোখের বদৌলতে দর্শকদের ঘায়েল করতে হাজির হয়েছেন সুরভিন চাওলা। তিনি ছবিটির প্রধান চরিত্র।
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments