Thursday, December 5, 2013

thumbnail

নতুন নাটক নিয়ে মঞ্চে আসছেন সিগ্ধা শ্রাবন

নতুন নাটক নিয়ে মঞ্চে আসছেন সিগ্ধা শ্রাবন 



‘যদিও আমি এখন টিভি নাটকে নিয়মিতভাবে কাজ করছি, কিন্তু আমি যতই ব্যস্ত হই না কেন মঞ্চ নাটক থেকে নিজেকে কখনোই দূরে সরাতে পারব না। কারণ মঞ্চ নাটকে অভিনয় আমি ভীষণ উপভোগ করি। একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’ বললেন এই সময়ের তরুণ মঞ্চ ও টিভি অভিনেত্রী স্নিগ্ধা শ্রাবণ। তিনি মঞ্চে যেমন নিয়মিত কাজ করে চলেছেন, তেমনি টিভি নাটকেও কাজ করছেন। মঞ্চে তার শুরুটা ছিল আজ থেকে আড়াই বছর আগে। তবে গত দুই বছর ধরে স্নিগ্ধা শ্রাবণ ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’-এর হয়ে কাজ করছেন নিয়মিত। এরই মধ্যে ম আ সালামের রচনা ও পরিচালনায় ‘নাগর আলীর কিচ্ছা’ নাটকের ছয়টি শোতে তিনি দারুণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার ম আ সালামের রচনা ও পরিচাল
নায় ‘কয়লা রঙের চাদর’ নামক নতুন একটি নাটক নিয়ে মঞ্চে আসছেন তিনি। 
এদিকে টিভি নাটকে স্নিগ্ধা শ্রাবণের অভিষেক ঘটে জুয়েল মাহমুদের পরিচালনায় ‘চুপ, আদালত চলছে’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে। বর্তমানে চ্যানেল আইতে প্রচার চলছে তার অভিনীত জুয়েল মাহমুদ পরিচালিত ধারাবাহিক ‘বধূ কেন মন বোঝে না’ ও এটিএন বাংলায় সৈয়দ আওলাদ পরিচালিত ‘কেবলই স্বপন করেছি বপন’। এসএ টিভিতে প্রচার শেষ হয়েছে তার অভিনীত জুয়েল মাহমুদ পরিচালিত ‘আকাশ মেঘে ঢাকা’, বাংলাভিশনে এসএ হক অলিক পরিচালিত ‘লেডিস ফার্স্ট’ ইত্যাদি।

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About