Wednesday, August 6, 2014

thumbnail

তৌসিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গীতিকার রাব্বিকীনের!

তৌসিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ গীতিকার রাব্বিকীনের!


image_150922বিনোদন প্রতিদিন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ শোনা গেছে হালের গায়ক-সুরকার তৌসিফকে নিয়ে। মিডিয়া থেকে আড়াল থাকা, অগ্রীম সম্মানি নিয়ে শিল্পীদের গান আটকে রাখা, কোম্পানির সঙ্গে বানিবনা না হওয়াসহ বিভিন্ন অভিযোগেই অভিযুক্ত ছিলেন তিনি। এবার সরাসরি গান নিয়ে প্রতারণার অভিযোগ করলেন তারই গীতিকার ফয়সাল রাব্বিকীন। প্রায় বছর দুয়েক আগে চলতি প্রজন্মের ব্যস্ত গীতিকার ফয়সাল রাব্বিকীনের লেখা দুটি গান সুর করেন তৌসিফ।
তার মধ্যে থেকে ‘মন যমুনা’ শীর্ষক একটি গান জিপিতে প্রকাশ পায়। কথা ছিল পরবর্তী এক মাসের মধ্যেই জি সিরিজের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া তৌসিফের একক অ্যালবামে গানটি স্থান পাবে। গানটি গীতিকার ফয়সালকে বেশ কয়েকবারই মুঠোফোনে এবং সরাসরি শোনান তৌসিফ। গেল রোজার ঈদে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তৌসিফের নতুন একক ‘আবেগ’, যার মধ্যে ‘মন যমুনা’ গানটি প্রকাশ পায়। কিন্তু কোনো কিছু না জানিয়ে ফয়সালের লেখা এ গানটির মুখ ঠিক রেখে অন্তরা বদলে ফেলা হয়। গানটির গীতিকার হিসেবে অন্য একজনের নাম জুড়ে দেওয়া হয়।
সিডি চয়েজের কর্ণধার এমদাদ সুমন জানান, ‘এই অ্যালবামের সব তথ্যই তৌসিফ আমাকে দিয়েছে। কিন্তু ঘটনাটি এখন শুনে খুবই দুঃখজনক মনে হচ্ছে।’ এ বিষয়ে জানতে তৌসিফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে ফয়সাল রাব্বিকীন বলেন, ‘মন যমুনা’ গানটি যখন জিপিতে প্রকাশ পায় তখন আমার বেশ কজন শুভাকাঙ্ক্ষী ফোন করে এর প্রশংসা করেন।
ঈদের পর পরই সেই শুভাকাঙ্ক্ষীরাই আমাকে ফোন করে জানান যে অ্যালবামে ‘মন যমুনা’ গানটির গীতিকারের নাম বদলে ফেলা হয়েছে। এ ব্যাপারে আমি তাই এখন সাংগঠনিকভাবে আইনগত ব্যবস্থার উদ্যোগ নিচ্ছি।

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About