Wednesday, August 6, 2014

thumbnail

সংসারের দুজন মিলে কাজ করলে দাম্পত্ত জীবন বেশি সুখের হয়

সংসারের দুজন মিলে কাজ করলে দাম্পত্ত জীবন বেশি সুখের হয়


নিউজ ডেস্ক: স্ত্রীকে সংসারের ছোটখাটো কাজে সাহায্য করেন তো? না করে থাকলে আজ থেকেই করা শুরু করুন। কারণ নতুন এক গবেষণায় দেখা গেছে, যে দম্পতিরা দুজনই বাড়ির কাজ করেন তারা অন্যদের চেয়ে বেশি সুখের যৌনজীবন উপভোগ করেন।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষক প্রফেসর শ্যারন স্যাসলার তার এ গবেষণা প্রতিবেদনে লিখেছেন, যে দম্পতিরা পরস্পরকে বাড়ির কাজে সাহায্য করেন এবং তারা একবারও যদি সেক্স করেন, তবে তা হয় অনকে মধুর। অন্যদিকে, যে সংসারে শুধু নারীরা এসব কাজ করেন তাদের যৌনজীবনে ভিন্ন চিত্র দেখা যায়। যে দম্পতিদের ওপর গবেষণা পরিচালিত হয়, তাদের প্রতি ১০ দম্পতির মধ্যে ৩ দম্পতিই একযোগে বাড়ির কাজ করেন।

28567

আমেরিকার ৬৩ শতাংশ সংসারে নারীরা বাড়ির দুই-তৃতীয়াংশ কাজ করেন। এদের ক্ষেত্রে নারীদের জন্য যৌনতা অনেকটা পুরষ্কারের মতো কাজ করে এসব কাজ করার জন্য। ফলে তা দুজনের কাছেই উপভোগ্য হয়ে ওঠে না। গবেষণায় বলা হয়, নারীরা এসব কাজ করেন কারণ তা করতেই হবে। কিন্তু যৌনজীবন সুখী করতে হলে পুরুষদেরও এসব কাজে এগিয়ে আসতে হবে।
স্যাসলার আরো জানান, এর আগের এক গবেষণায় দেখা গেছে, যে দম্পতিরা দুজনই এসব কাজ থেকে দূরে থাকেন তাদের মধ্যে খুব কম সেক্স হয়। অবশ্য প্রায় ৫০ বছর আগের ডেটা নিয়ে এই গবেষণা করা হয়েছিল।
কাজেই পুরুষরা যদি বিষয়টি খেয়াল করেন যে, বাড়ির কাজে সাহায্য করলে যৌনজীবন বেশি সুখের হয় তাহলে তা আরো সুফল বয়ে আনবে।

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About