ফ্যাশনে স্মার্টফোন
প্রায় প্রতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নতুন সুবিধা যুক্ত করে বাজারে আনছে স্মার্টফোন। ক্রেতারাও ঝুঁকছেন এসব ফোনের দিকে। রাজধানীর বসুন্ধরা সিটিতে স্মার্টফোন কিনতে আসা তরুণ ফিরোজ মাহমুদ বলেন, ‘স্মার্টফোনে নিজের সব কাজ ঠিকমতো করতে পারছি। জরুির কোনো তথ্য বা ই-মেইল সবকিছুই করতে পারি। রাস্তায় থাকলেও ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে বন্ধুদের সঙ্গে। কিছুদিন পর পরই স্মার্টফোনে নতুন সুবিধা যুক্ত হচ্ছে। সুবিধাগুলো উপভোগ করতেই মাঝেমধ্যে পরিবর্তন করছি নিজের ফোন।’
স্মার্টসেবা
বাজারে কোন ফোন কত বেশি স্মার্ট, সেটা বুঝে নিতে ক্রেতারা চোখ বোলাচ্ছেন স্মার্টফোনের নানা ফিচারে। স্যামসাং স্মার্টফোন ক্যাফের কারওয়ান বাজার, ঢাকা শাখার এক্সপেরিয়েন্স কনসালটেন্ট মাহবুব মোর্শেদ বলেন, ‘ক্রেতারা ফোনের কারিগরি দিক ও ফিচার বা সুবিধা দেখে তারপরই সিদ্ধান্ত নেন কোন ফোনটি কিনবেন। অনেকে আগেই ইন্টারনেট ঘেঁটে স্মার্টফোনের মডেল দেখে আসেন। ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা আসলে দেখতে চান ফোনটির প্রসেসর, র্যাম ও ক্যামেরা কতটা ভালো। এর পাশপাশি আজকাল অনেকে দেখছেন ফোনটিতে ভিডিও দেখার মানটা কেমন। কারণ, স্মার্টফোনে অন্য কাজের পাশাপাশি আজকাল ছবি তোলা, ভিডিও করা আর ভিডিও দেখাও জনপ্রিয়তা পেয়েছে।’
এখন পেছন দিকের ক্যামেরা ছাড়াও সামনের (ফ্রন্ট) ক্যামেরায় বেশি মেগাপিক্সেল চাচ্ছেন ক্রেতারা। এর প্রধান কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সেলফি তোলার প্রবণতা ও থ্রিজি নেটওয়ার্কে ভিিড ফোনকল সুবিধা চালু হওয়ার কথা। পেছনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে অন্য আরেকজনের সাহায্য দরকার হলেও সামনের ক্যামেরা দিয়ে নিজের (সেলফি) ছবি নিজেই তোলা যায়। এরপর স্মার্টফোনের ফটো এডিটর দিয়ে সেটা ইচ্ছেমতো সম্পাদনা (এডিট) করে ফেসবুক বা টুইটারে দিেচ্ছন। দেশে থ্রিজি সেবা চালু হওয়ার পর থেকে মুঠোফোন শুধু কথা বলাতেই সীমাবদ্ধ নেই। আজকাল কথা বলার পাশপাশি একজন আরেকজনকে সরাসরি ভিডিও কলে দেখতেও পাচ্ছে। দূরে থাকলেও তাই আপনি চলে আসতে পারছেন প্রিয়জনের কাছাকাছি।
দেশে বিভিন্ন ধরনের স্মার্টফোনের বিক্রি প্রতিদিনই বাড়ছে। প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিক্রয় নির্বাহী রাজমিয়া জানান, দামি ফোনের চাহিদা বেড়েছে। দেশের বাজারে এখন আইফোন ফাইভ এস ও স্যামসাং এস ফাইভের বেশ চাহিদা। ফোনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্টাইলিশ ফোন কভার, স্ক্রিন প্রটেক্টর, হেডফোন, পাওয়ার ব্যাংক বা বহনযোগ্য চার্জার ইত্যাদি আনুষঙ্গিক জিনিসও বিক্রি হচ্ছে। অনেকে ফোনের চেহারা পাল্টে নিতে একাধিক খাপ ব্যবহার করে থাকেন।
মাহিন খান বলেন, ‘অনেকের পক্ষেই নিয়মিত ফোন পরিবর্তন করা সম্ভব না। তাই স্টাইল ধরে রাখতে চাইলে ফোনের কভারটা বদলে নিতে পারেন সহজে। নিজের পোশাক বা ব্যাগের সঙ্গে মিলিয়ে ফোনের কভার পাল্টে নিলে স্মার্টফোনটাও হয়ে উঠতে পারে আরও স্মার্ট। অনেক কভার আছে পানি প্রতিরোধক সেগুলোও ব্যবহার করতে পারেন। এ ছাড়া নানা ধরনের ডিজিটাল ডিজাইন, অ্যানিমেশন, কার্টুন, ফুল ইত্যাদি স্টিকারও লাগিয়ে নিতে পারেন। সব মিলিয়ে স্টাইলিশ হয়ে উঠবে আপনার স্মার্টফোন।’
স্মার্টফোনের বাজার
নানা ধরনের স্মার্টফোন আছে বাজারে। সায়েম টেলিকমের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন বলেন, ‘দুই ধরনের স্মার্টফোনের দেখা মিলবে বাজারে। নামী ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়াও কম দামের চীনে তৈরি ননব্র্যান্ডের স্মার্টফোনও আছে এ দেশের বাজারে। তবে কম টাকায় অনেক ভালো স্মার্টফোনও পেতে পারেন। যাঁরা নিয়মিত মুঠোফোন পরিবর্তন করে ফেলেন তাঁরা অনেকে কম দামের স্মার্টফোনও কিনে থাকেন।’
মুঠোফোনের বাজার ঘুরে দেখা গেল আইফোনের দাম ২১ হাজার থেকে ৫৪ হাজার ৯০০ টাকা, স্যামসাং স্মার্টফোন পাওয়া যাবে সাত হাজার ৫০০ থেকে ৬০ হাজার টাকায়, নকিয়া স্মার্টফোনের দাম নয় হাজার ৮০০ থেকে ৫৫ হাজার টাকা, এইচটিসি ১০ হাজার ৫০০ থেকে ৪৮ হাজার ৯০০ টাকা, এলজি মোবাইল সাত হাজার থেকে ৫৩ হাজার ৯৯০ টাকা, সনি ১৩ হাজার ৫০০ থেকে ৪৬ হাজার ৯০০ টাকা, মাইক্রোম্যাক্স চার হাজার ১৯৯ টাকা থেকে ২৯ হাজার ৯৯৯ টাকায়, হুয়াউই তিন হাজার ৫০০ থেকে ৩৫ হাজার টাকা, সিম্ফনি তিন হাজার ৮৯০ থেকে ২২ হাজার ৯৯০ টাকা, ওয়ালটন মোবাইল তিন হাজার ৬৯০ থেকে ৩০ হাজার ৯৯০ টাকা, ম্যাক্সিমাস চার হাজার থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া আরও নানা দামে বিভিন্ন ধরনের স্মার্টফোন পাওয়া যাবে।
নানা ধরনের স্মার্টফোন আছে বাজারে। সায়েম টেলিকমের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন বলেন, ‘দুই ধরনের স্মার্টফোনের দেখা মিলবে বাজারে। নামী ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়াও কম দামের চীনে তৈরি ননব্র্যান্ডের স্মার্টফোনও আছে এ দেশের বাজারে। তবে কম টাকায় অনেক ভালো স্মার্টফোনও পেতে পারেন। যাঁরা নিয়মিত মুঠোফোন পরিবর্তন করে ফেলেন তাঁরা অনেকে কম দামের স্মার্টফোনও কিনে থাকেন।’
মুঠোফোনের বাজার ঘুরে দেখা গেল আইফোনের দাম ২১ হাজার থেকে ৫৪ হাজার ৯০০ টাকা, স্যামসাং স্মার্টফোন পাওয়া যাবে সাত হাজার ৫০০ থেকে ৬০ হাজার টাকায়, নকিয়া স্মার্টফোনের দাম নয় হাজার ৮০০ থেকে ৫৫ হাজার টাকা, এইচটিসি ১০ হাজার ৫০০ থেকে ৪৮ হাজার ৯০০ টাকা, এলজি মোবাইল সাত হাজার থেকে ৫৩ হাজার ৯৯০ টাকা, সনি ১৩ হাজার ৫০০ থেকে ৪৬ হাজার ৯০০ টাকা, মাইক্রোম্যাক্স চার হাজার ১৯৯ টাকা থেকে ২৯ হাজার ৯৯৯ টাকায়, হুয়াউই তিন হাজার ৫০০ থেকে ৩৫ হাজার টাকা, সিম্ফনি তিন হাজার ৮৯০ থেকে ২২ হাজার ৯৯০ টাকা, ওয়ালটন মোবাইল তিন হাজার ৬৯০ থেকে ৩০ হাজার ৯৯০ টাকা, ম্যাক্সিমাস চার হাজার থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া আরও নানা দামে বিভিন্ন ধরনের স্মার্টফোন পাওয়া যাবে।
Related Posts :
‘বেস্ট স্মাইল’ খ্যাত আইরিনের বাংলা চলচ্চিত্র নিয়ে স্বপ্ন ! ‘বেস্ট স্মাইল’ খ্যাত আইরিনের বাংলা চলচ্চিত্র নিয়ে স্বপ্ন ! বিনোদন ডেস্ক : তরুণ প্র…
এক জীবনে চতুর্থ পুরুষের হাত ধরে ফের বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কারিশমা কাপুর ! এক জীবনে চতুর্থ পুরুষের হাত ধরে ফের বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কারিশমা কাপুর ! অভ…
শ্বশুরের প্রশংসায় পঞ্চমুখ পুত্রবধূ কারিনা শ্বশুরের প্রশংসায় পঞ্চমুখ পুত্রবধূ কারিনা বিনোদন: সাবেক ভারতীয় ক্রিটেক দলের অধিন…
গান-প্রমোতেই বাজিমাত গান-প্রমোতেই বাজিমাত সাজিদ খানের ‘হামসকলস’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বলিউড অভিনেত্…
ফের দেড় যুগ পরে ক্লিনটনের নয়া স্ক্যান্ডালে তোলপাড় ! ফের দেড় যুগ পরে ক্লিনটনের নয়া স্ক্যান্ডালে তোলপাড় ! নব্বই দশকের শেষ ভাগে আমেরিকায় চলছ…
M
1:23 AM
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments