Wednesday, August 6, 2014

thumbnail

‘বেস্ট স্মাইল’ খ্যাত আইরিনের বাংলা চলচ্চিত্র নিয়ে স্বপ্ন !

‘বেস্ট স্মাইল’ খ্যাত আইরিনের বাংলা চলচ্চিত্র নিয়ে স্বপ্ন !


বিনোদন ডেস্ক :
তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী আইরিন সুলতানা ইতোমধ্যে কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় চলে এসেছেন। এবার চলচ্চিত্রে নিজের অবস্থান আরো পাকাপোক্ত করতে চাইছেন তিনি। সে কারণে এ বিষয়ে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন আইরিন।
image_913_135047
খুব শিগগিরই তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেতে চেয়েছি। সেই লক্ষ্যে এখনো পথ চলছি। আমি মনে করি, কোনো বিষয়ে সাফল্য লাভ করতে চাইলে তার ওপর ব্যাপক পড়াশোনা করা দরকার।
তাছাড়া বিশ্বের অধিকাংশ নামি অভিনয়শিল্পীই চলচ্চিত্রের ওপর উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। শুধু আমাদের দেশে এর ব্যতিক্রম দেখা যায়। তাই আমি চলচ্চিত্রের ওপর পড়াশোনা করে মানসম্পন্ন ছবি উপহার দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চাই।’
এবারের ঈদে আইরিন চ্যানেল নাইন, এসএ টিভি, এটিএন বাংলাসহ কয়েকটি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ঈদ উদযাপনের জন্য তিনি তার গ্রামের বাড়ি যশোরে যান।
বর্তমানে সেখানেই অবস্থান করছেন। ৭ আগস্ট ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি। রাজধানীতে ফিরেই জাহিদ রেজা পরিচালিত ‘প্রেম ভালোবাসা নয়’ শিরোনামে ছবির শুটিং শুরু করবেন আইরিন।
এদিকে তার অভিনীত ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া তার ‘প্রিয়তমা আমি দাড়ি তুমি কমা’, ‘এই তুমি সেই তুমি’ এবং ‘টাইম মেশিন’ শিরোনামে ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, আইরিন ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘বেস্ট স্মাইল’ খেতাব নিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন। এরপর আশুতোষ সুজনের ‘ম্যানপাওয়ার’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। বর্তমানে চলচ্চিত্র নিয়েই তার যত ব্যস্ততা।

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About