Tuesday, August 5, 2014

thumbnail

বিগবসে আমন্ত্রণ পেলেন তসলিমা নাসরিন

বিগবসে আমন্ত্রণ পেলেন তসলিমা নাসরিন


তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন
Decrease fontEnlarge font
কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এ যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে তসলিমা নাসরিনকে। তবে তিনি এ আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালার্সের তরফে তাকে এই আমন্ত্রণ জানানো হয়।

কিছুদিনের মধ্যেই ভারতের এই টেলিভিশন চ্যানেলে শুরু হতে চলেছে ‘বিগ বস’ এর অষ্টম পর্ব।

সম্প্রতি টুইটারে বিষয়টি প্রকাশ করেন তসলিমা নাসরিন। চ্যানেলের তরফে তাকে বলা হয় অনুষ্ঠানে তিনি তার বক্তব্য দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন। এবং এর জন্য তিনি পারিশ্রমিক পাবেন। তবে এর পরিমাণ কত সে ব্যাপারে কিছু জানাননি তসলিমা।

এর কিছুদিন আগে একই টেলিভিশন চ্যানেল বিগ বসে অংশ নেয়ার জন্য আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসকে ৫ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক দিতে চেয়েছিলো।

তবে আগামী ‘বিগ বস’ এ কে কে হাজির থাকছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
 
আগামী সেপ্টেম্বর মাসে এই রিয়েলিটি শো দেখানো হবে বলে জানা গেছে।

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About