Tuesday, August 5, 2014

thumbnail

৬০ বছর আগেকার ম্যারিলিন মনরোর একটি সাক্ষাৎকার | অনুবাদ : আন্দালিব রাশদী -

  • ৬০ বছর আগেকার

  • ম্যারিলিন মনরোর একটি সাক্ষাৎকার | অনুবাদ : আন্দালিব রাশদী - 

    ম্যারিলিন মনরো (১ জুন ১৯২৬-৫ আগস্ট ১৯৬২)
    Decrease fontEnlarge font
    কী সব অদ্ভুত কথা বলতেন ম্যারিলিন মনরো! যখন ম্যারিলিন ‘সেক্স সিম্বল’ হিসেবে সর্বত্র উদ্ধৃত হতে থাকেন : ‘পুরুষ মানুষের যৌনতার প্রতীকে কী দরকার? আমি একটি বালিকা!’ তিনি বলেন, ‘শিশু হিসেবে আমি কেবল হাঁটতে শিখেছি, এর পর আর কোনো শিক্ষা গ্রহণ করিনি।’ ‘পুরুষ মানুষই আপনাকে গুরুত্বপূর্ণ করে তোলে আপনাকে সন্তুষ্ট করে কারণ আপনি নারী।’ ‘সেন্সরের সমস্যা দুই স্তনের মধ্যবর্তী উপত্যকাটি দেখা; অথচ এটা না থাকলেই বরং উদ্বিগ্ন হবার কথা।’ ‘আমার দর্শক আমার সাথেই বড় হচ্ছে। আমি তো এখন আর উনিশ নই, যদি কেবল যৌনতা ধরে রাখি তাহলে আমি যখন পঞ্চাশ হবো পকেটের টাকা খরচ করে কে আমার সিনেমা দেখবে।’ আমি চাই গোটা পৃথিবীর আমার শরীরটা দেখুক।’ ‘আমি তাহলে কিসে ভালো— আমি বাচ্চা নিতে পারছি না, আমি রাধতে পারি না, তিনবার আমার তালাক হয়েছে। কে আমাকে চাইবে?’

    ম্যারিলিন মনরো (১ জুন ১৯২৬-৫ আগস্ট ১৯৬২) নিজেকে নিয়ে যাই বলুন না কেন তার জন্য চাওয়া এখনো ফুরোয়নি। অর্ধশতকেরও বেশি সময় আগে মৃত ম্যারিলিনের সমাধির কাছাকাছি একটি কবরের মালিকানা লাভের প্রতিযোগিতা এখনো তুঙ্গে। এই সাক্ষাৎকারে উল্লেখিত জো ডিম্যাজ্জিও পরবর্তীকালে ম্যারিলিনের দ্বিতীয় স্বামী। তিনিই ম্যারিলিনের মৃতদেহ গ্রহণ করে শেষকৃত্যের আয়োজন করেন।

    ১৯৫৪-র জানুয়ারি সংখ্যা মোশন পিকচার ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। প্রশ্নগুলো পাঠকদের। এগুলোই ম্যারিলিন মনরোর দিকে ছুঁড়ে দিয়েছেন হেলেন হোভার। - অনুবাদক


    এটা কি সত্য যে আপনি পুরুষমানুষের নজর কাড়তে পোশাক-আশাক পরে থাকেন?
    মনরো : অধিকাংশ নারীই কি পুরুষের জন্য পোশাক পরে না? এটা কি সত্য নয় যে পুরুষ ও নারীর পরস্পরের প্রতি স্বপ্নশংস হবারই কথা?

    আপনি লো-কাট গাউন কেন পরেন?
    মনরো : ব্যাপারটা আমি ঠিক লক্ষ করিনি।

    অবসর সময়ে আপনি কী করেন?
    মনরো : একজন অভিনেত্রী যখন ছায়াছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তখন তার অতি সামান্যই অবসর সময়। যত কমই হোক আমার সময়টা আমি পড়াশোনা করে কাটাই।

    নায়াগারাতে আপনি যখন বিছানায় আপনার গায়ে ছিল কেবল একটি চাদর— নিচে কোনো কাপড় ছিল কি?
    মনরো : আমি যে কোনো উপলক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরি।

    আপনার চোখে আদর্শ পুরুষ মানুষ কেমন?
    মনরো : ভদ্র ও সহানুভূতিপ্রবণ একজন— তবে আমি কখনো আদর্শ পুরুষের কথা ভাবিনি, এ ধরনের মানুষ আছে কি না আমি সন্দিহান।

    হলিউডের ‘সেক্সিয়েস্ট  গার্ল’ হিসেবে আপনি কেমন বোধ করেন?
    মনরো : এটা কি একটা বহুমুখী প্রশ্ন নয়?

    আপনার শরীরটাকে এত সুন্দর রাখতে কী করেন?
    মনরো : হাঁটি, ব্যয়াম করি, শরীর নিয়ন্ত্রণ নিয়ে পড়াশোনা করি।

    ছবিতে আপনাকে অনুকরণ করার চেষ্টা করছে এমন মেয়েদের সম্পর্কে আপনার কী ধারণা?
    মনরো : এটি অবাধ ও গণতান্ত্রিক দেশ। কোনকিছুর ওপর কারো একচেটিয়াত্ব নেই।

    আপনার বয়স, জন্মস্থান ও জাতীয়তা?
    মনরো : আমার জন্ম লস অ্যাঞ্জেলেস-এ, ১ জুন। আমি আমেরিকান।

    সপ্তাহে আপনি ক’জন বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করেন?
    মনরো : মনে হচ্ছে আপনি আজকাল বড্ড বেশি গপসপ কলাম পড়ছেন।

    আপনি যে ধরনের তাতেই খুশি না, নাকি অ্যান ব্লিথ কিংবা জিন ক্রেইনের মতো হলে বেশি খুশি হতেন?
    উত্তর : আমি আমার সাধ্যমত ম্যারিলিন মনরো হয়েই বেশি তৃপ্ত। নিজের মতো হয়ে থাকতে পারাটা দিনে চব্বিশ ঘণ্টার কাজ, তাই নয় কি?

    আপনার সবচেয়ে বাজে দোষ কোনটি?
    মনরো : আমার অনেক দোষ, কিন্তু সবচেয়ে খারাপ হচ্ছে ৬০ মিনিটে যে এক ঘণ্টা তা ভুলে যাওয়া। আমার দেরি হবেই, এটা কাটিয়ে উঠতে পারছি না।

    রাতের বেলার কোন লৌকিক অনুষ্ঠানে সেজেগুজে যেতে পছন্দ করেন?
    মনরো : আমি লৌকিক অনুষ্ঠানে তেমন যাই না। আমি যেমনটি থাকতে চাই সেভাবে বেরোতেই পছন্দ করি, মাঝেমাঝে স্টুডিওর কারো সাথে বের হই। যেভাবেই হোক না কেন আমার লৌকিক অনুষ্ঠানগুলো সরাসরি কাজের সাথে জড়িত।

    আপনাকে দেখে যদি কেউ শিস দেয় আপনি কি তা পছন্দ করেন না এটাকে রূঢ় আচরণ মনে করেন?
    মনরো : শিস নিয়ে যে মেয়ে ক্ষুব্ধ তার কোনো নির্জন দ্বীপে বসবাস করা উচিত।

    আপনার শরীরের মাপ কি?
    মনরো : বুক ৩৭, কোমর ২৩.৫ এবং নিতম্ব ৩৭.৫ ইঞ্চি।

    এটা কি সত্য যে আপনি ক্যালেন্ডারের জন্য পোজ দিয়েছেন?
    মনরো : হ্যাঁ।

    পর্দায় যেমন অভিনয় করেন, পর্দার বাইরেও কি তা-ই করেন?
    মনরো : আমি যখন কাজ করি, তখনই অভিনয়; যখন বাসায়, অভিনয় করি না। অফিসের সেক্রেটারি, সেলস গার্ল, শিক্ষক, কেরানি কিংবা অন্য যে কেউ-তারা কি একই কাজ বাসায় করে? কাজ বাসায় আনবে কেন?

    সময় কাটাতে সবচেয়ে প্রিয়কাজ কোনটি?
    মনরো : হাঁটা। আমি ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে পারি এবং উপভোগ করি।

    আপনি কি স্কুলে জনপ্রিয় ছিলেন?
    মনরো : আমি জনপ্রিয়তার কোনো পুরস্কার পাইনি, তবে স্কুলে আমার অনেক ভালো বন্ধু ছিল।

    সপ্তাহে আপনি ক’বার ভেট করেন?
    মনরো : আমি যখন কোনো ছবিতে কাজ করি, আমার বাইরে যাবার কোনো সময় নেই। তাছাড়া সপ্তাহে ক’বার— এ ধরনের হিসেব আমি করি না; এটা বোকামি। যদি কেউ আমাকে তার সাথে বাইরে যেতে বলে এবং তার সঙ্গ উপভোগ্য বলে আমার মনে হয় আমি তার সাথে যাই। তা না হলে আমি বাড়িতেই থাকি।

    আপনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে কী হতেন?
    মনরো : মজার প্রশ্ন! আমি তো অভিনেত্রী ছাড়া অন্য কিছু হবার কথা কখনো চিন্তাও করিনি।

    নায়াগারাতে যেমন করেছেন বাস্তবজীবনের কি এভাবে হাঁটেন?
    মনরো : কিভাবে আমি হাঁটি তা নিয়ে কখনো ভাবিনি। যেহেতু এই ছবিতে আমাকে একটি নির্দিষ্ট ধরনের মেয়ের অভিনয় করতে হয়েছে তার মতো করে হাঁটার ওপর জোর দিয়েছি। বাস্তব জীবনের হাঁটা নিশ্চয়ই এরকম নয়।

    আপনি যে ধরনের প্রচারণা পাচ্ছেন তাতে কি সন্তুষ্ট নাকি ‘ফিগার’ ছাড়াও অন্যকিছুর জন্য আপনি পরিচিত হতে চান?
    মনরো : ভালো অভিনেত্রী হিসেবে পরিচিত হতে চাই।

    কে আপনার প্রথম প্রেম?
    মনরো : আপনাদের চেনাজানা কেউ নয়।

    প্রকৃতিগতভাবে আপনি কি উষ্ণ এবং সেক্সি— আপনার কি এই ধরনটাই পছন্দ?
    মনরো : কিসের আবার ধরণ? আমি আমিই— ম্যারিলিন মনরো।

    আপনার প্রিয় হবি কী?
    মনরো : সাঁতার কাটা, গানের রেকর্ড সংগ্রহ করা, পড়া এবং সাঁতার কাটা-যদি সময় পাই।

    জো ডিম্যাজিও’র সাথে আপনার রোমান্সের ব্যাপারটি কতটা সত্য?
    মনরো : খুব ভালো বন্ধু, ভদ্রলোক এবং আমি তার অনুরক্ত।

    আপনি কি মেজাজি? কিসে মেজাজ বিগড়ে যায়?
    মনরো : আমি কিছুটা মেজাজি। যখন কেউ আমার সম্পর্কে মিথ্যে কিছু লিখে তখন।

    পুরুষ মানুষের কোন দিকটা আপনাকে আকর্ষণ করে— চেহারা না ব্যক্তিত্ব?
    মনরো : নির্ভর করে সে মানুষটির ওপর— আমার কাছে ব্যক্তিত্বের গুরুত্ব বেশি। ব্যক্তিত্ব পরিমাপের সাথে তার রসবোধও আমি বিবেচনা করি।

    আপনার সবচেয়ে প্রিয় বান্ধবী কে?
    মনরো : সবচেয়ে প্রিয় বান্ধবী নেই। আমার অনেক ভালো বন্ধু আছে যাদের সান্নিধ্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।

    যখন ‘জেন্টলম্যান প্লেফার ব্লন্ড’ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছিল আপনার সাথে জিন রাসেলের দ্বন্দ্ব চলছিল?
    মনরো : মোটেও না। এই গুজবটি কেন সৃষ্টি হল জানি না— দুজন নারী একসাথে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে এটা কি তারা বিশ্বাস করে না? আমার চেনা চমৎকার মানুষদের একজন জেন। আমি সানন্দে বলি জেন আমার বন্ধু।

    ডেটিং-এর জন্য আপনার কাছে ভালো সময় কোনটি?
    মনরো : আমার পছন্দ  সন্ধেবেলা— সাথে কেউ একজন যার ব্যক্তিত্বও কথোকথন আমাকে আকৃষ্ট করে।

    আপনার লোকাট গাউন নিয়ে সমালোচনা আপনি কিভাবে নেন?
    মনরো : আমি অন্যায় সমালোচনা কখনোই পছন্দ করি না। আপনি কি করেন? আমি অনুভব কিছু সমালোচনায় আমার প্রতি অন্যায় হয়েছে।

    আপনি কোন ধরনের পুরুষমানুষ বিয়ে করতে চান?
    মনরো : কেমন করে বলি? এই মুহূর্তে বিয়ে করার কথা ভাবছি না। তবে আমি অবশ্যই কখনো বিয়ে করতে ও সন্তান নিতে চাইবো।

    তারকা হবার আগে আপনি কোন ধরনের জীবন যাপন করতেন?
    মনরো : সংকটাপন্ন দিন যেমন ছিল, আনন্দময় দিনও ছিল। স্কুলে গিয়েছি অনেক ধরনের চাকরি করেছি, ছবির জগতে ঢোকার সুযোগ খুঁজেছি, ভয়াবহ অনেক হতাশাও ছিল, শেষ পর্যন্ত কিছুটা সাফল্য তো এসেছেই।

    পর্দায় সুন্দরী নারীর ভূমিকা ছাড়া আর কিছু করার কথা কখনো কি ভেবেছেন?
    মনরো : অবশ্যই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই; একই ধরনের ও একঘেয়ে হয়ে যাওয়া ঠিক নয়।
    - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/295946.html#sthash.Pngr2P6T.dpuf

    Related Posts :

    Subscribe by Email

    Follow Updates Articles from This Blog via Email

    No Comments

    About