Thursday, December 5, 2013

thumbnail

চলচিত্রে ফিরছেন তানভীন সুইটি

চলচিত্রে ফিরছেন তানভীন সুইটি
নাটক থেকে হারিয়ে যেতে বসা তানভীন সুইটি এবার চলচ্চিত্রে ফিরছেন। সুইটি বলেছেন, সিদ্ধান্ত নিয়েছি এবার চলচ্চিত্রে নিয়মিত হবো। ভাল গল্প পেয়ে গেলে আর অপেক্ষা করবো না। প্রায় ছয় বছর আগে ‘বাঁশি’ ছবিতে শেষ অভিনয় করেছিলাম। বর্তমানে আবার ফিল্মে অভিনয় করার বিষয়ে ভাবছি। তবে সুইটির এ ইচ্ছাতে টিপ্পনি কাটছেন কেউ কেউ। একাধিক চলচ্চিত্র পরিচালক বলছেন, ক্যারিয়ারের চাঙ্গা সময়ে বেশ করে তাকে বলেছিলাম ছবিতে অভিনয় করতে। কিন্তু বাংলা সিনেমায় অভিনয় করবেন না- এমন কথা বলেছেন তিনি। হয়তো তার ইচ্ছা ছিল হিন্দি অথবা ইরেজি ফিল্মে অভিনয় করার। 
কিন্তু তারপরে তিনি ‘বাঁশি’ ছবিতে অভিনয় করেছেন। তখন আরও বলেছিলেন কমার্শিয়াল ছবিতে অভিনয় করবো না। এখন আবার শুনছি ছবিতে অভিনয় করতে চাইছেন। কিন্তু কমার্শিয়ালি লাভবান না হলে কেউ ছবি বানাবে কেন! আর তাই সুইটির সাড়া মিলছে না। ছোটপর্দার রোমানার পরে জয়া আহসান, বন্যা মির্জা সামপ্রতিক সময়ে অভিনয়ে ফিরলে সিনিয়র অনেকেই চলচ্চিত্রে আগ্রহী হয়ে উঠেছেন।



Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About