Thursday, December 5, 2013

thumbnail

মিউজিক ল্যাব নিয়ে একুশে টিভিতে বেনজির ইশরাত



মিউজিক ল্যাব নিয়ে একুশে টিভিতে বেনজির ইশরাত

একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একুশে মিউজিক ল্যাব’ নিয়ে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন বেনজীর ইশরাত। দেশের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের খোঁজখবর নিয়ে নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈশা খান দূরে। একুশে মিউজিক ল্যাবের মাধ্যমে দেশের আপকামিং ব্যান্ড এবং সলো মিউজিশিয়ানদের একটি প্লাটফর্ম করে দেয়া হয়, যেখানে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পান। ইএমএল সম্পর্কে দূরে জানান, ‘আমরা সরাসরি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচুর নতুন নতুন ব্যান্ড ও সলো মিউজিশিয়ানদের অনুরোধ পাই। আর এই ট্যালেন্টেড মিউজিশিয়ানদের নিয়েই একুশে মিউজিক ল্যাব নির্মাণ করা হয়।’ একুশে মিউজিক ল্যাব সম্পর্কে অনুষ্ঠানটির উপস্থাপক বেনজীর ইশরাত জানান, ‘সেই ছোটবেলা থেকেই আমি ব্যান্ড সঙ্গীতের একনিষ্ঠ ভক্ত। আর তাই একুশে মিউজিক ল্যাব ব্যান্ড রিলেটেড অনুষ্ঠান হওয়াতে অনুষ্ঠানটির উপস্থাপনা বেশ উপভোগ করি।’

Related Posts :

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About